শীর্ষ খবর

করোনায় মারা যাওয়া বেশিরভাগই টিকা নেননি : ভুগছিলেন নানা রোগে

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। পাশাপাশি তারা কোন না কোন জটিল রোগে ভুগছিলেন। গেল সপ্তাহের মৃত্যুর তালিকা পর্যবেক্ষণে এমন চিত্র উঠে এসেছে। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩০ জনের। তাদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন।

করোনা টিকা গ্রহণকারী ৯৩ জনের মধ্যে ২৯ জন প্রথম ডোজ, ৬৩ জন দ্বিতীয় এবং একজন বুস্টার ডোজ নিয়েছিলেন।

এদিকে যে ২৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫২ (৬৬ দশমিক ১ শতাংশ) জন। আর নারী ছিলেন ৭৮ (৩৩ দশমিক ৯ শতাংশ) জন। মৃত নারীদের মধ্যে আবার দুইজন গর্ভবতী মা।

এছাড়া গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়াদের মধ্যে ১৫৬ জন (৬৭ দশমিক ৮ শতাংশ) কো-মরবিডিটিতে ভুগছিলেন। তাদের মধ্যে অধিকাংশ রোগী ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে। এছাড়া অনেকে হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক এবং ক্যান্সারে ভুগছিলেন।

আরও সংবাদ

Close