আজকের সিলেট
রক্তের বিনিময়ে অর্জিত ভাষায় কথা বলতে না পারা দুভার্গ্যজনক : মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সবার আগে বাংলা ভাষা শিখতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত ভাষায় কথা বলতে না পারা দুভার্গ্যজনক। ব্রিটিশ কারিকুলাম আনন্দদায়ক। এতে করে শিশুরা দক্ষ হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে তুলতে ব্রিটিশ কারিকুলাম অগ্রণী ভূমিকা রাখবে। মনে রাখতে হবে, শিক্ষার উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। তাহলে সুশিক্ষিত কেউ বেকার থাকবে না।
ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের প্রশংসা করে তিনি বলেন, ব্রিটিশ কারিকুলামের শিক্ষা উচ্চমানসম্পন্ন। এরকম একটি প্রতিষ্ঠান আমাদের শহরে থাকা আমাদের শিশুদের জন্য লাভজনক। তবে ইংলিশ মিডিয়ামের এ লেভেল থেকে ন্যাশনালে সামঞ্জস্য রাখতে হবে। ব্যানিয়ান মূল ধারার সাথে সামঞ্জস্য রেখে চলছে। শিশুদের ট্রেইনআপ করে স্কিল বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি নিজ নিজ ধর্ম শিক্ষায়ও জোর দিতে হবে।
ব্যানিয়ান ব্রিটিশ স্কুল ঝরণারপাড় শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।