আজকের সিলেটমৌলভীবাজার
কমলগঞ্জে ধর্ষণ চেষ্টা : আত্মহত্যা করতে কিশোরীর বিষপান
মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লুৎফুর রহমান উপজেলার আদমপুরের হারুন মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। পরে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভিকটিমের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন লুৎফুর রহমান। পরবর্তীতে কিশোরীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।
এ ঘটনার অপমান সইতে না পেরে কিশোরী বৃহস্পতিবার রাতে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী কিশোরীর বাবা দেশ রূপান্তরকে বলেন, ‘আমার মেয়েকে দুইজন মিলে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের মানুষ মেয়ের চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
মান সম্মানের কথা চিন্তা করে আমার মেয়েটি রাতে ঘুমানোর পূর্বে বিষপান করে আত্মহত্যা করতে চায়। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে এখানে ভর্তি রয়েছে।’