শীর্ষ খবর

মশা মারতে কামান : বিমান আনতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৪৫ জন

একটি উড়োজাহাজ আনতে বিমানের বিপুল পরিমাণ অর্থ খরচ করে যুক্তরাষ্ট্রের সিয়াটলে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ৪৫ সদস্য।

ড্রিমলাইনার ‘সোনার তরী’ আনতে সিয়াটলে যাচ্ছেন তারা। এই তালিকায় আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস, পিআরও, বিমানের পিআরও।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, প্রয়োজন না থাকলেও বেশকিছু সদস্য সিয়াটলে যাওয়ার দলে যুক্ত হয়েছেন। এটি বিমানের খরচের তালিকাই শুধু দীর্ঘ করবে।

তিনি বলেন, এতবড় একটি বহরের সদস্যরা ৭-৮ দিন সিয়াটলের পাঁচতারকা মানের হোটেল থাকবেন। সেখানে বোয়িংয়ের কারখানা পরিদর্শন ছাড়াও সফরকারী সদস্যরা ঘোরাফেরা করবেন। বিষয়টি নিয়ে অনেকেই রসিকতা করছেন যে তারা পিকনিককে যাচ্ছেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালনা পর্ষদ সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন, বহর দেখে মনে হচ্ছে, এটি আনন্দ ভ্রমণ। সিয়াটলে কোনো কাজ নেই এমন কর্মকর্তাদের পাঠানো কোনোভাবেই ঠিক না।

আরও সংবাদ

Close