আজকের সিলেট

খাসিয়াদের কৌশলে ধরা পড়লো এসআই আকবর

সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যাকাণ্ড মামলার প্রধান আসামী বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন অবশেষে গ্রেফতার হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার থেকে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কানাইঘাট উপজেলার কানা ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে এসআই আকবর পালিয়ে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাঁকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তার করে।

সীমান্ত এলাকার অন্য একটি সূত্র জানায়, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাঁকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তার করে।

ডোনা সীমান্তের দুজন প্রত্যক্ষদর্শী বলেন, গ্রেপ্তারের সময় আকবর আগ বাড়িয়ে পুলিশকে নিজের পরিচয় দেন। এ সময় তাঁর বেশভূষা অনেকটা খাসিয়া পল্লিতে বসবাসকারীদের মতো ছিল। গলায় পুঁতির মালাও দেখা যায়।

এদিকে, খাসিয়াদের হাতে আটকের পর তার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে খাসিয়াদের হাতে আটককৃত অবস্থায় দেখা গেছে।

আরও সংবাদ

Close