আজকের সিলেট
সিলেটে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতার মাসকে বরণ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মাস বরণ উপলক্ষে সিলেটে “আনন্দ শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে নয়টায় শোভা যাত্রাটি জেলা প্রশাসক সিলেট এর কার্যালয় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর মুক্তিযোদ্ধা কমিটির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব ভবতোষ রায়, জেলা মুক্তিযোদ্ধা কমিটির কমান্ডার সুব্রত চক্রবতী জুয়েল প্রমুখ।





