শীর্ষ খবর

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক : মাস্টার ও সহকারী মাস্টার বরখাস্ত

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার ৮ ঘণ্টা পর চালু হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রুটে ট্রেন চলাচল।

সোমবার রাতের ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করার পরে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছড়া দুই ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারে কাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়েছে।

আরও সংবাদ

Close