আজকের সিলেট

নগরীতে বৃক্ষরোপণ করলো স্কুলের শিক্ষার্থীরা

আজকের সিলট প্রতিবেদক: সিলেট নগরীতে বৃক্ষ রোপন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে নগরীর আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীরা সাগরদিঘীর পাড় থেকে সুবিদবাজার পর্যন্ত সড়কের বিভাজকে (ডিভাইডারে) ১০৮টি রাধাচূড়া গাছের চারা রোপন করে।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়কের বিভাজকে ২৮২টি গাছের চারা রোপন করেছিল।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, আনন্দনিকেতনের একাডেমিক প্রধান শামীম চৌধুরী, প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাশ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, আনন্দনিকেতনের নির্বাহী সেক্রেটারি পারভিন সাকিবা প্রমুখ।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে।

আরও সংবাদ

Close