আন্তর্জাতিক

এরপর তাইওয়ানে হামলা চালাবে চীন : বাইডেন বসে বসে দেখবেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর পরের যুদ্ধ হবে তাইওয়ানে। দেশটিতে হামলা চালাবে চীন। আর সেই যুদ্ধও আটকাতে পারবেন না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ‘ফক্স বিজনেসের হোস্ট’-এর উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে তিনি এই দাবি করেন। এর আগের দিন মঙ্গলবারও একটি রেডিও টক শো-তে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প একই কথা জানান।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, বর্তমান জো বাইডেন প্রশাসনের অক্ষমতার সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করছেন। তিনি ক্ষমতায় থাকলে এমন যুদ্ধ শুরু হতে দিতেন না।

একই সঙ্গে তিনি বলেন, পুতিনের ‘জমজ বোন’ শি জিনপিং রাশিয়ার থেকে অনুপ্রেরণা নিয়ে তাইওয়ানে হামলা চালাবে। আর বরাবরের মতো আমেরিকার বর্তমান প্রশাসন সেটি আটকাতে পারবে না।

ট্রাম্প বলেছেন, শি চিনপিং এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে মজা নিচ্ছেন আর ভাবছেন, যুক্তরাষ্ট্র কী বোকা। আমি নিশ্চিত, এসব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলেছে তারা। ইউক্রেনে পুতিন সফল হলেই চীন হামলা চালাবে তাইওয়ানে। তখনো এমনই হাত গুটিয়ে বসে থাকবেন বাইডেন।

আরও সংবাদ

Close