আজকের সিলেটসুনামগঞ্জ

যৌতুক মামলায় ভাঙন থেকে বাঁচলো ৫০ পরিবার

সুনামগঞ্জে স্বামীদের উপর স্ত্রীর করা ৫০টি যৌতুক মামলায়ম আপোষে মিমাংসা করে দিয়েছেন আদালত। এতে করে নিশ্চিত ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পেল পরিবারগুলো। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আদালতের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

যৌতুকসহ নানাবিধ কারণে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়া ৫০ জন নারী তাদের সন্তান ও ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও সংসার করার সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি মনির উদ্দিন।

অ্যাডভোকেট মনির উদ্দিন আরও বলেন, এমন রায়ে মামলার জট কমছে এবং কয়েকটি সংসার পুরোপুরি ভাবে ভাঙার হাত থেকে বেঁচে গেলো। বিচারকের এক সাথে এতগুলো পরিবারকে এক করে দেয়ার বিষয়টা যুগান্তকারী সিদ্ধান্ত।

আরও সংবাদ

Close