শীর্ষ খবর
মাইন্ড এইড হাসপাতাল সিলগালা : পরিচালক গ্রেফতার
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে করা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মাদক নিরাময় কেন্দ্রের নামে অনুমতি নিয়ে মানসিক রোগীদের চিকিৎসার অভিযোগ উঠে মাইন্ড এইডের বিরুদ্ধে। আর মাদক নিরাময় কেন্দ্রের নামে মানসিক রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগেই মাইন্ড এইডের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আহসানুল জব্বার।