শীর্ষ খবর

নগরীর খাসদবীর এলাকায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ : আহত ২

সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি এয়ারপোর্ট থানার পীরেরগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় একজন মোটরবাইকার। একটি পার্কে মোটরসা্ইকেলের ডেঞ্জার গেম দেখাতেন তিনি।

এ ঘটনায় আহতরা হলেন নগরীর বাগবাড়ি এলাকার নাইম (২০) ও শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা রাব্বি (১৭)।

আজ বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) রাত পৌণে ১০টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে রফিকুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন তিনি। তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অপর ২ জন আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহত নাইম ও রাব্বির অবস্থাও আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকের।

আরও সংবাদ

Close