আজকের সিলেট

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

সিলেটে ৫ কোটি ৬৬ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। গত এক বছরে সিলেটের সীমান্ত থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

আজ বুধবার (১২ জুন) সকালে বিভিন্ন ধরনের ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ৪৮ এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, এসিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন সময় সিলেটের সীমান্ত এলাকায় অভিযানে এসব মাদকদব্য জব্দ করে বিজিবি।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় মদ ৩৬ হাজার ৮৭ বোতল, বাংলা মদ ১ হাজার ৬৫৯ লিটার, বিয়ার ১ হাজার ৮১২ বোতল, ফেনসিডিল ২ হাজার ২৭২ বোতল, ইয়াবা ২৫৭ পিস, গাঁজা ১০ হাজার ৬০০ কেজি এবং ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় নাছিরুদ্দিন বিড়ি।

মাদকদ্রব্য ধ্বংসানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার (চ. দা.) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, সহকারী পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক মো. হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হারুন অর রশিদ পাঠান প্রমুখ।

আরও সংবাদ

Close