আজকের সিলেট

জুমাতুল বিদায় সিলেটের মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র জুমাতুল বিদায় সিলেটের মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজের দোয়ায় আগত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। আল্লাহর দরবারে মাগফেরাত ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় ভয়াবহ প্রাদুর্ভাব করোনা থেকে সিলেটসহ সারা দেশের সকল মানুষের সুরক্ষার জন্য।

হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন। এই মহামারির পরিস্থিতি থেকে উন্নতি হয়ে যাতে অর্থনৈতিক মন্দা কেটে যায় তা কামনা করা হয়।

নামাজ ও মোনাজাতের আগে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগন জুমাতুল বিদা, শবে কদর ও শেষ দশক রমজানের তাৎপর্য উল্লেখ করে জুমআর খুতবা দেন।

আরও সংবাদ

Close