আজকের সিলেট

সিলেট শহরে ১৬২ প্রতিবন্ধী পরিবারকে দেয়া হলো ইষ্টহ্যান্ডসের রমজান ফ্যামিলি ফুড প্যাক

প্রতি বছরের মতো এ বছরও সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের ১৬২ প্রতিবন্ধী পরিবারের হাতে পুরো রমজান মাসের খাবার তুলে দিলো ইষ্টহ্যান্ডস।

১৩ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক ও চিকিৎসক নাজমুস সাকিব উপস্থিত থেকে এই সহায়তা তুলে দেন গরীব ও অসহায় মানুষের হাতে।

পুরো কার্যক্রমটি তত্ববধানে ছিলেন আম্বরখানা বড়বাজার নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডের কমিশনার সাংবাদিক রেজওয়ান আহমেদ।

মেয়র আরিফুল হক বলেন, প্রতি বছর এই প্রতিবন্ধীদের জন্য ইষ্টহ্যান্ডস যে সহায়তার হাত বাড়িয়ে দেয় তা অতুলনীয় ।


বিশেষ অতিথি ড. নাজমুস সাকিব বলেন, সিলেটের প্রবাসীরা যে ভালোবাসা দেখান গরীব ও অসহায় মানুষের জন্য এটা অত্যন্ত প্রসংশার দাবিদার।

এই সহায়তা কার্যক্রমের পরিচালনাকারী কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, আমার ওয়ার্ডে ১৬২ টি প্রতিবন্ধী পরিবার আছে। এদেরকে প্রতি বছর আমরা চেষ্টা করি রমজান, কুরবানী ছাড়াও যেকোন সংকটে সহায়তা করার। এর আগে করোনাকালীন সময়েও ইষ্টহ্যান্ডস এদের পাশে ছিলো।

ইষ্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমাদের সংগঠনের অন্যতম উদ্দেশ্য প্রতিবন্ধীদের পাশে থাকা। এজন্য সিলেটের এই ওয়ার্ডে আমরা নিয়মিত কাজ তরে যাচ্ছি। ডোনারদের সহায়তা পেলে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার ইচ্ছা আছে।

আরও সংবাদ

Close