শীর্ষ খবর
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
রাত পোহালেই ঈদ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ২ ধর্মীয় উৎসবের মধ্যে একটি পবিত্র ঈদুল ফিতর। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। এবার করোনার সংক্রমণ না থাকায় ঈদের জামাত হবে সিলেটের ঈদগাহে।
সিলেট নগরে প্রধান ঈদের জামাত মোগল আমলে নির্মিত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনার পীর)। কেন্দ্রীয় শাহী ঈদগাহে মন্ত্রী, সিটি মেয়র, এমপিসহ শীর্ষ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সর্বস্তরের মানুষ একসঙ্গে ঈদের জামাতে অংশ নেন।
আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত হবে সকাল ৮টায়। হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। আর হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামায়াত।
টিলাগড় মদনী ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।
নগরের কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ছোট বড় ঈদগাহ, পাড়ার মসজিদ মিলিয়ে কয়েক শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঈদের জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি। এছাড়া এসএমপির ৬ থানায় থাকবে টহল টিমও।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ঈদের জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। শাহী ঈদগাহে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
তিনি জানান, এসএমপি পুলিশের ৬ টি থানা এলাকায় ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হবে। সেই সব এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বরাবরের মতো সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি ও খুৎবার পেশ করবেন মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব বরুণা। এছাড়া শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে। অপরদিকে, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।