আজকের সিলেট

ওসমানী মেডিকেলের সরকারি ঔষধ বাইরে বিক্রি : আটক দুই

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ঔষধ বাইরে বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত দুইজনের একজন আউট সোর্সিং পদ্ধতিতে বুশরা এন্ড কোম্পানি কর্তৃক নিযুক্ত ওয়ার্ড বয় শিপন ও অপরজন ওসমানী মেডিকেল কলেজের সামনের ফোর ব্রাদার্স নামের একটি ফার্মেসির কর্মচারি পান্না দাস।

এএসআই মানিক জানান, তাদের দুইজনকে আটকের পর মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ঔষধ বাইরে বিক্রির অভিযোগ নতুন নয়।  দীর্ঘদিন ধরে অসাধু চক্র ঔষধ বাইরে বিক্রি করে আসছে।

তাছাড়া রোগীর স্বজনদের দিয়ে অতিরিক্ত ঔষধ বা সামগ্রী আনানোর অভিযোগ রয়েছে। পরে  যেসব ওষুধ ও সামগ্রী ব্যবহার করা হয়নি তা ফেরত না দিয়ে গোপনে ফার্মেসিতে বিক্রি করে দেয় তারা।

কিন্তু এসব অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কেউ কোন পদক্ষেপ নেয়নি। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়নি কোন পদক্ষেপ। তবে এবার নতুন পুলিশ কমিশনার আসার পর থেকে নানা দিকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পুলিশকে। তাই ওসমানী মেডিকেল কলেজ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুকেও সদ্য বদলি করে তার স্থানে পদায়ন করা হয়েছে এসআই জয়নালকে। ফারুকের বদলির পর পর ঔষধ চুরি করে বাইরে বিক্রির দায়ে ২ জনকে আটক করা হলো।

আরও সংবাদ

Close