শীর্ষ খবর
বন্ধ হচ্ছে তিন চাকার মোটরযান
দেশের সড়কে তিন চাকার মোটরযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে এসব মোটরযান তৈরির কারখানাগুলোও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও মোটরসাইকেলের লাগামহীন চলাচলে সড়কে সৃষ্ট বিশৃঙ্খলা দূর করতে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
২ জানুয়ারি, শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন সড়ক পরিবহন।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এজন্য সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। আর যাত্রীদের সুরক্ষায় যা যা করার দরকার তা করতে হবে।
বিআরটিএ’র ভেতর দালালের দৌরাত্মের বিষয়ে কর্তৃপক্ষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কারো কারো দালালদের সঙ্গে যোগসাজশ আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় যানবাহনের মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গাড়িগুলোতে যত আসন, তত সিট অবশ্যই মানতে হবে। এর ব্যত্যয় হলে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।