আজকের সিলেট

অনন্ত হত্যা মামলা : ৫ বছরে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ

বারবার তারিখ পেছানোর পর অবশেষে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আজ রোববার (৩ জানুয়ারি) একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালতে এই মামলায় সাক্ষ্যপ্রদান করেন সুরতহাল প্রতিবেদনের সাক্ষী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সামসুল আমিন। এ নিয়ে ৫ বছরে চাঞ্চল্যকর এই মামলার ১৬ জন সাক্ষী সাক্ষ্যপ্রদান করলেন। মামলায় মোট ২৯ জন সাক্ষী রয়েছেন।

উল্লেখ্য ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে খুন হন লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ। কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে তাকে কুপিয়ে খুন করা হয়। সুবিদবাজারের রবীন্দ্র কুমার দাশ ও পীযূষ রানী দাশের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে অনন্ত ছিলেন সবার ছোট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স করার পর সুনামগঞ্জের জাউয়াবাজারে পূবালী ব্যাংকের ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগ দেন তিনি।

আরও সংবাদ

Close