আন্তর্জাতিকশীর্ষ খবর

ভারতের টিকে নিতে চাচ্ছেন না খোদ চিকিৎসকরাই

ভারতে শনিবার শুরু হয়েছে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন। তবে দেশীয় টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে আতঙ্ক থেকেই গেল। কোভ্যাক্সিন নিতে অস্বীকার করলেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকেরা।

তাদের ভাষ্য, ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত তারা কোভ্যাক্সিন নেবেন না। টিকা হিসেবে কোভিশিল্ড-ই তাদের প্রথম পছন্দ। এ বিষয়ে সুপারকেও চিঠি দিয়েছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসকরা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করার পরই কোভ্যাক্সিন নেবেন তারা। আপাতত কোভিশিল্ড-ই দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, আতঙ্কে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী টিকাকরণ প্রক্রিয়ায় অংশই নিচ্ছেন না। এ কারণে ভ্যাকসিন নেওয়ার তালিকায় নামই লেখাননি অনেক চিকিৎসক।

এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ভি কে পল বলেন, ‘কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। চিকিৎসকদের সরকারের ওপর ভরসা রাখা উচিৎ।’

আরও সংবাদ

Close