আজকের সিলেট
উপশহরে ২৮ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
সিলেট নগরী থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সদস্যরা।
গ্রেপ্তারকৃত রোকসানা আক্তার (৩৬) জকিগঞ্জ থানার এওলাসার এলাকার আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সোয়া ৫টায় র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।