সারা বাংলা

করোনার টিকার ২য় ডোজ ২ মাস পর

সিলেট সিটি কর্পোরেশন করোনার টিকা গ্রহণকারীদের জন্য বিশেষ পরামর্শ প্রদান করেছে। ১ম ডোজ টিকা গ্রহণকারীরা ২য় ডোজ নিবেন ২ মাস পর।

সিলেটে কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শুরুর দিকে টিকা গ্রহণকারীদের ১ মাস পর ২য় ডোজ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হলেও পরিবর্তিত সরকারি নির্দেশনায় সবাইকেই টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর ২য় ডোজ গ্রহণের পরামর্শ দেয়া হয়।

টিকা গ্রহণকারী যাদেরকে ১ মাস পর টিকার ২য় ডোজ নিতে নির্দেশনা দেয়া হয়েছিল তাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর ২য় ডোজ টিকা গ্রহণ করার জন্য অনুরুধ জানানো হচ্ছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইনসে টিকাদান কর্মসূচির প্রথম দিকে যাদের রেজিস্ট্রেশন ফরমে টিকার ২য় ডোজ ১ মাস পর নিতে বলা হয়েছে, তাদেরকে দয়া করে পরিবর্তিত সরকারি নির্দেশনা মোতাবেক টিকা গ্রহণের দিন থেকে ২ মাসের দিন নির্ধারিত কেন্দ্রে গিয়ে ২য় ডোজ টিকা নেয়ার আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি কেন্দ্রে টিকাদান শুরু হয়ে এখনো টিকা প্রদান চলছে। এছাড়া নগরের পুলিশ লাইনস কেন্দ্রেও টিকাদান কর্মসূচি চলছে।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close