শীর্ষ খবরসারা বাংলা

স্বামীকে ফেরত পেতে সরকারের কাছে লুনার আহ্বান

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা তার স্বামীকে নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন। নিখোঁজের প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি ইলিয়াস আলীকে জীবিত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আহ্বান জানান।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমি মনে করি এ ঘটনায় সরকারই জড়িত। কারণ এত বড় কর্মযজ্ঞ সম্পাদন করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে অবশ্যই প্রশাসন জড়িত। একটা ঘটনা যখন সংঘটিত হয়, সেক্ষেত্রে অনেকে অনেকভাবে জড়িত থাকতে পারে। যখন কোনো নাটক মঞ্চস্থ হয়, তখন পর্দার পেছনে কারিগরি লোক থাকে, যাদের আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে অনেকে জড়িত থাকতে পারে। কিন্তু আমি তো জানি না কারা জড়িত। সন্দেহ করে তো কাউকে বলতে পারি না, কে জড়িত আর কে নয়।’

সম্প্রতি এক ভার্চুয়াল সভায় এম ইলিয়াস আলীকে নিয়ে মির্জা আব্বাস বলেছেন, ‘এখানে আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে, তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।’

লুনাও ওই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন। মির্জা আব্বাসের বক্তব্যের বিষয়ে লুনা বলেন, ‘আমি সংবাদ সম্মেলন দেখেছি, আব্বাস ভাই তার অবস্থান পরিষ্কার করেছেন। এখানে তিনি হয়তো যেটা বুঝাতে চেয়েছেন আমার সেটা বুঝতে পারিনি। তবে উনি নেগেটিভ কিছু বলবেন এটা আমি মনে করি না। কারণ তিনি ইলিয়াসকে খুবই ভালোবাসতেন।’

ইলিয়াস আলীর স্ত্রী বলেন, ‘আমি জানতে চাই এ গুমের পেছনে রহস্য কী? একই সঙ্গে আমার স্বামীকে ফেরত চাই। এ পরিস্থিতি নিয়ে, তার গুম নিয়ে কেউ রাজনীতি করুক, এটা আমরা চাই না। রাজনীতির উর্ধ্বে থেকে সঠিকভাবে তদন্তের মাধ্যমে ইলিয়াস আলীকে ফেরত চাই।’

আরও সংবাদ

Close