শীর্ষ খবর

তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে লাউয়াছড়া উদ্যানের আগুন

তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুন। আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় উদ্যানে আগুন লেগে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, লাউয়াছড়া বনের ভেতরে স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। দুপুর ১২ টার দিকে ওই এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারেনি। সেই সঙ্গে পানি স্বল্পতার কারণেও আগুন নেভাতে সময় লাগে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ‘বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে।’ কি কারণে আগুন লাগালো তা তদন্ত করছে বন বিভাগ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে সাড়ে ১২টার দিকে এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরেস্টের জায়গা হওয়ায় বলা হচ্ছে, কখন আবার আগুন লাগে। তবে আমরা এখনও স্পটে আছি। বাতাসের কারণে এ আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে।’

এদিকে আগুন লাগার কারণ নির্নয় করতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে দুই দিনের ভেতরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য হলেন বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন।

আরও সংবাদ

Close