আজকের সিলেট

বিয়ানীবাজার পৌরসভার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্থ

আমিনুল হক দিলু, বিয়ানীবাজার থেকেঃ সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সড়ক যোগাযোগের ক্ষত্রে বিপর্যয় নেমে এসেছে। অসংখ্য খানাখন্দে ভরা সড়কগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। সড়কগুলোতে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে দূর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ির ইঞ্জিন।

সরজমিন ঘুরে দেখা যায়, পৌর এলাকার অধিকাংশ সড়ক বিপর্যস্থ। শ্রীধরা, কসবা খাসা, নবাং, নয়াগ্রাম, খাসা শহিদ টিল্লা, খাসাড়িপাড়া, ফতেহপুর সহ পৌর এলাকার বিভিন্ন সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করে। কাদা ও জলে এলাকার রাস্তাগুলো জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

মূলত ড্রেন যথাযথ সময় পরিষ্কার না হওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়াতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এসব রাস্তা দ্রুত সংস্কার করে দেয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী।

আরও সংবাদ

Close