আজকের সিলেট

শপথ নিলেন হাবিবুর রহমান এমপি

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সিলেট-৩ থেকে নবনির্বাচিত আওয়ামী লীগের হাবিবুর রহমান সংসদ সদস্য। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

রোববার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিকেলে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ নিয়ে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন হাবিবুর রহমান হাবিব।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ নিয়ে সিলেট-৩ সংসদীয় আসন। এ বছরের ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনার কারণে একাধিকবার ভোটগ্রহণের তারিখ পেছানোর পর ৪ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাবিব পান ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পান ২৪ হাজার ৭৫২ ভোট। নির্বাচনের অন্য দুই প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ৫ হাজার ১৩৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া পান ৬৪০ ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে তিন উপজেলায় ভোটার ৩ লাখ ৫২ হাজার।

আরও সংবাদ

Close