আজকের সিলেট

প্রায় শত দিন পর মৃত্যুহীন দিন দেখলো সিলেটের মানুষ

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মহামারি করোনায় কোন প্রাণহানি হয়নি। মৃত্যুহীন দিন দেখল সিলেটবাসী দীর্ঘ ৯৬ দিন পর।

তবে এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

এর আগে সিলেটে সর্বশেষ ১১ জুন মৃত্যুহীন দেখেছিলো সিলেট। এরপর পেরিয়ে গেছে ৯৬ দিন। প্রতিদিন কেউ না কেউ এই মহামারির ছোবলে প্রাণ হারিয়েছেন। অবশেষে আজ বৃহস্পতিবার মিলেছে মৃত্যুহীন দিনের সুখবর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ১১৩৭ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৪ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।

৮৪৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৫.৫৬ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ১৩২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৫৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩২৬ জন। সুনামগঞ্জের ৬২১৭ জন, মৌলভীবাজারের ৭৯৯৮ জন ও হবিগঞ্জের ৬৫৯১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৬০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ১৫১ জন। আর ১০৬ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও সংবাদ

Close