আজকের সিলেট
কুমারগাঁওয়ে মেয়েকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেললেন সৎ মা
সিলেটের কুমারগাঁওয়ে মেয়েকে সেতু থেকে সুরমা নদীতে ছুড়ে ফেলে দিয়েছে সৎ মা। শাহজালাল সেতু-২ এর ওপর থেকেমেয়েকে নদীতে ছুড়ে ফেলে দিয়েছেন সালমা বেগম (২৮)। এসময় উপস্থিত কয়েকজন এ দৃশ্য দেখে মেয়েটিকে উদ্ধারে তৎক্ষণাত নদীতে ঝাঁপ দেন। কিন্তু অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় ওই নারীকে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক সালমা বেগম সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জালালাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সতীনের পাঁচ বছর বয়সী মেয়ে মাহা বেগমকে নিয়ে কুমারগাঁওস্থ শাহজালাল সেতু-২ এ আসেন সালমা বেগম। পরে সেতুর ওপর থেকে মাহাকে নদীতে ফেলে দেন। সেতু থেকে শিশু ফেলে দেয়ার দৃশ্য দেখতে পেয়ে উপস্থিত লোকজন ওই নারীকে ধরে পুলিশে খবর দেয়। আটক সালমা বেগমেরও তিন সন্তান রয়েছে।
তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ডুবুরি দল সেতুর ভাটি এলাকায় উদ্ধার কাজ শুরু করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে খোঁজে পাওয়া যায়নি। নদী ভরা পানি ও তীব স্রোত থাকায় ডুবুরিদের উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে।