আজকের সিলেটসিলেটের টুকরো খবর
জৈন্তাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ী মো. আনিসুর রহমান (৩৯) কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভুইয়ার ছেলে। তিনি জৈন্তাপুরে থেকে পোল্ট্রি ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাসা থেকে বের না হওয়ায় প্রতিবেশিরা তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ পাননি। পরে জানালা দিয়ে দেখতে পান ভেতরে সিলিং ফ্যানের সাথে আনিসুর রহমানের মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।