আজকের সিলেট
সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ : তদন্তের সময় বৃদ্ধি
সুনামগঞ্জে থানায় নির্যাতনে চুরির মামলার আসামি উজির মিয়ার মৃত্যুর অভিযোগ তদন্তে সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান শুক্রবার সময় বাড়ানোর তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ সময় বাড়ানোর আবেদন করেন তিনি।
এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে গঠিত কমিটিও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। কমিটি দুটিকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম বলেন, ‘আমরা সময় চেয়েছি। আরও তিন কার্যদিবস সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।’
প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখন বলতে পারছি না। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি, তাই সময় লাগছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।’