আজকের সিলেট
বিপদসীমার ওপরে সুরমা ও কুশিয়ারার সবকটি পয়েন্ট
আজকের সিলেট প্রতিবেদক: বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সবকটি পয়েন্টে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের কন্ট্রোলরুমের তথ্যানুসারে মঙ্গলবার সকাল ৬টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পয়েন্টে সুরমার পানি সকাল ৬টায় ৭ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অন্যদিকে কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে সকাল ৬টায় ৩০ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি সকাল ৬টা ও ৯টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লাগাতা বর্ষণে সিলেটের ১৩ উপজেলায় বন্যা দেখা দেয়। সুরমার পানি বেড়ে যাওয়ায় সিলেট নগরের নদী তীরে কয়েকটি এলাকাও পানিতে তলিয়ে যায়। এক সপ্তাহ স্থিতিশীল থাকা এ বন্যায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এরপর গত বুধবার থেকে পানি নামতে শুরু করেছিল। তবে গত দুদিনের টানা বর্ষণে ফের নদীর পানি বাড়তে শুরু করেছে। এ কারণে নতুন করে বন্যার আতঙ্কে রয়েছেন জনসাধারণ।