আজকের সিলেট

মহাজনপট্টিতে অগ্নিকাণ্ড : ১০ গোডাউন পুড়ে ছাই

আজকের সিলেট প্রতিবেদক : নগরীর মহাজনপট্টিতে ভয়াবহ আগুনে অন্তত ১০টি গোডাউন পুড়ে গেছে। সেই সঙ্গে পাশের একটি কলোনীর আটটি ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, আগুনে পুড়ে যাওয়া গুদামগুলোর পাশেই রাসায়নিকের মজুত ছিল। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। তবে ঘন ঘন দোকান ও ছোট রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করেছেন। এছাড়া আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও সংবাদ

Close