আজকের সিলেটমৌলভীবাজার

বিদ্যালয়ের নামকরণ নিয়ে উত্তেজনা : রাজনগরে ১৪৪ ধারা

আজকের সিলেট প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যালয়ের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলার টেংরাবাজার ইউনিয়নে বিদ্যালয়ের নামকরণ নিয়ে দু’পক্ষের উত্তেজনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে উপজেলার টেংরা বাজারে অব্যবহৃত একটি আশ্রয় শিবিরে অস্থায়ীভাবে ‘টেংরা আদর্শ উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। এ নামেই ওই আশ্রয় শিবিরে চলতি ২০১৯ শিক্ষা বর্ষের পাঠদান শুরু হয় এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। পরবর্তীতে একই ইউনিয়নের শালন গ্রামের আমেরিকা প্রবাসী আরজান খান ভূমি দানের শর্তে ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামকরণের প্রস্তাব দেয়া হয়।

বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভা করে সিদ্ধান্ত নেয়া হলে আরজান খান বিদ্যালয়ের নামে ৭৫ শতাংশ জমি (৫০৫/১৯ নং দলিলে) ক্রয় করে দান করেন। পরে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামে সাইবোর্ড লাগানো হয়। এদিকে বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে দু’টি গ্রুপ সৃষ্টি হয়।

এদিকে ১৪৪ ধারা বিদ্যালয়ের আশপাশ এলাকায় জারি থাকায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। যে কোনো সময় ১৪৪ ধারা ভঙ্গ হওয়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও সংবাদ

Close