শীর্ষ খবর
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইন, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি ইইউ এনজিও প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা রয়েছে। আমাদের হিসাব অনুযায়ী দেশে এখন কমবেশি ১১ লাখ রোহিঙ্গা রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘তারা (কূটনীতিকরা) রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছিলেন। আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গা ক্যাম্পগুলো কতদিন থাকবে আমরা নিজেরাও জানি না। আমরা মনে করছি, যে কোনো সময়ই এ প্রবলেমটা সলভ হবে।’
‘(রাষ্ট্রদূতদের) বলেছি জাতিসংঘ থেকে বারবার চাপ দেয়া হচ্ছে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা (রোহিঙ্গা) যাচ্ছেন না, প্রত্যেকবারই নানা প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গারাও আগ্রহী হচ্ছেন না ফিরে যেতে। ফিরে গেলে জীবনের নিরাপত্তা ও অন্য নিরাপত্তা তারা পাবে না এ রকম মনে করছেন। এগুলো নিয়েই আলোচনা হয়েছে।’
কূটনীতিকরা রোহিঙ্গাদের সমাবেশের বিষয়টি উত্থাপন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, বেঁচে থাকার যে আকুতির কথা তারা সারা পৃথিবীকে জানিয়েছে, আমরা মনে করি তারা যথার্থভাবেই জানিয়েছে। আমরা সেটা নেগেটিভভাবে চিন্তা করছি কিনা, সেটাও তারা জিজ্ঞাসা করেছেন। আমরা নেগেটিভ চিন্তা করব কেন? বেঁচে থাকার জন্য একত্রিত হয়ে তারা যেটা বলেছে আমরা মনে করি এটা তারা করতেই পারে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘তারা জানতে চেয়েছিলেন, আমরা নাকি ক্যাম্পগুলোতে বেড়া নির্মাণ করছি- আমরা বলেছি, প্রধানমন্ত্রী (কাঁটাতারের বেড়া নির্মাণের) নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় কাজ শুরু হবে। সব ক্যাম্পেই কাঁটাতারের বেড়া নির্মাণ করব।’