আজকের সিলেটহবিগঞ্জ

হবিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে এক শিশুর মৃত্যু : দুই ভাইয়ের অবস্থা গুরুতর

আজকের সিলেট প্রতিবেদক: হবিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাথী আক্তার (৮) হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

নিহতের মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি শুরু করে। রাতে তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সাথীর দুই ভাই তোফাজ্জুল হোসেন (১০) ও রবিউল ইসলামকে (৪) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হায়দার আলী জানান, শিশুটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না বলেও জানান তিনি।

আরও সংবাদ

Close