যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরের হাওয়াপাড়া এলাকার অধিবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন দিশারী সমাজ কল্যান সংস্থা ইউকের উদ্যোগে প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত হন।
দীর্ঘদিন পর এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেন পুরনো স্মৃতিচারন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে যুক্তরাজ্যে বসবাসরত সবার সাথে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার উন্নয়নের পাশাপাশি এলাকার অসহায় মানুষকে সহায়তা করতে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আবু বকর ওয়াকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাবির হোসেইন, ইমন মিয়, মো: সাঈদ, আবু সারওয়ার (কিরণ), তাজুল ইসলাম (রুহেল )।
সভার শেষ পর্যায়ে সিলেটের দিশারীর যুক্তরাজ্যের জন্য ইশফাক উদ্ দৌলাকে সভাপতি, তাজুল ইসলাম রুহেলকে সাধারন সম্পাদক এবং আব্দুল কাইয়ূম মক্কুকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন আবু সারোয়ার কিরন, মাহবুবুর রহমান ইমন, জাবির হোসেইন, জিয়াউর রহমান সাকলেন, সাইফুল সাঈদ, শোয়েব আহমদ, রুমেন আহমেদ এবং আজাদ রহমান।
আলোচনা সভায় এলাকার গরীব এলাকাবাসীদের সাহায্য, বস্ত্র বিতরন, এলাকার মসজিদের রক্ষনাবেক্ষন, পাড়ার নিরাপত্তা সুনিশ্চিতরন, মসজিদে শিশুদের ইসলামি শিক্ষার পাঠদান পুনরায় আরম্ভ করাসহ সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি এলাকার সুন্দর পরিবেশের জন্য সংগঠনের পক্ষ থেকে নিত্যদিনের ময়লা আবর্জনা ফেলার নিমিত্তে নতুন ভ্যান গাড়ী কেনার প্রস্তাব আসে। এছাড়া খুব শীঘ্রই বৃহত্তর পরিবেশে মিলনমেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভার শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।