শীর্ষ খবর
জামিন পেলেন ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছেন শ্রম আদালত। আদালতে ড. ইউনূস আত্মসমর্পণ করলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীন রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন।
তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শ্রম আদালতে দায়ের করা দুই মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার অনুমতি চেয়ে আবেদন করলে আদালত তা আবেদন মঞ্জুর করেন। তবে চার্জ শুনানির দিন তাকে উপস্থিত হতে বলা হয়েছে।