আজকের সিলেটহবিগঞ্জ

হবিগঞ্জে একটি পেঁয়াজ ৬৫ টাকা!

হবিগঞ্জের হাট-বাজারে একটি পেঁয়াজের দাম এখন ৩০ থেকে ৬৫ টাকা। বড় আকারের এই পেঁয়াজ আমদানি হচ্ছে ভারত, চীন ও মিয়ানমার থেকে। লাল বা কালচে লাল রঙের একেকটি পেঁয়াজের ওজন ২০০- ২৫০ গ্রাম পর্যন্ত। এ রকম তিন থেকে পাঁচটি পেঁয়াজের ওজন এক কেজি।

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ পলক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চুনারুঘাট বাজার থেকে ১৭০ টাকা কেজি দরে ৩৭৫ গ্রাম ওজনের ভারতীয় বড় জাতের একটি পেঁয়াজ কেনেন। পেঁয়াজটির দাম হয় ৬৫ টাকা।

জেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি পেঁয়াজের ওজন ২০০-২৫০ গ্রাম করে। এ পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। জেলার হাওর, পাহাড় ও গ্রামাঞ্চলে ছোট আকারের প্রতি কেজি পেঁয়াজ ২৩০ টাকায় এবং শহরে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

হাওর, পাহাড় ও গ্রামের দোকানিরা শহরের পাইকার থেকে পেঁয়াজ কিনে গ্রামে নিয়ে বিক্রি করেন। পরিবহন খরচ এবং মুনাফার কারণে শহরের চেয়ে ২০-৩০ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।

আরও সংবাদ

Close