আজকের সিলেট

আম্বরখানায় বিশেষায়িত স্কুল উদ্বোধন করলেন দুই মন্ত্রী

সিলেটের আম্বরখানায় চালু হয়েছে ফিনিক্স স্কুল ও আপাসেন ডে সেন্টার। বৃটেনের চ্যারিটি সংস্থা আপাসেন ইন্টারন্যাশনাল ও বিশেষায়িত স্কুল ফিনিক্সের যৌথ উদ্যোগে অটিজম এবং শারীরিক ও মানসিক বিকাশে প্রতিবন্ধকতা রয়েছে এমন সব ছেলেমেয়েদের বিশেষায়িত শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই স্কুল ও আপাসেন ডে সেন্টার চালু করা হয়েছে।

শনিবার দুপুরে ফিনিক্স স্কুল ও আপাসেন ডে সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডঃ মোমেন বলেন, অটিজম কিংবা প্রতিবন্ধকতা রয়েছে এমন সব বাচ্চাদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্প একটি আদর্শ উদাহরণ হতে পারে। তিনি বলেন, অটিষ্টিক কোন রোগ নয়। পরিবারের সচেতনতার মাধ্যমে এরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বিশ্বের বিভিন্ন নামকরা ব্যক্তিরা তাদের বিভিন্ন দরনের প্রতিবন্ধকতা পিছনে ফেলে জীবনে সফলতা করে আমাদের দেখিয়ে গেছেন তাদের সফলতার হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকার অটিজম নিয়ে কাজ করছে সায়মা ওয়াজেদ পুতুল এক্সেত্রে অনুকরনীয় বিভিন্ন প্রতিষ্টান কাজ করছে। তারপরও আমরা বেসরকারী উদ্যোগ স্বাগত জানাই। তাদের এক্ষেত্রে তাদের বিশেষ দক্ষতা আছে তা কাজে লাগিয়ে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতায় প্রতিষ্ঠিত ফিনিক্স স্কুল ও আপাসেন ডে সেন্টার দেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে সমাজ ও রাষ্ট্রের মূলস্রোতের সাথে অন্তর্ভুক্ত করবে বলে আশা করছি।

ফিনিক্স স্কুল ও আপাসেন ডে সেন্টারের আম্বরখানা ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর রোজ ভিউ হোটেলে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। বুলবুল হাসান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, আপাসেন ইন্টারন্যাশনালের ট্রাস্টি বোর্ডের চেয়ার হেলাল রহমান, এনডিডি ট্রাস্টের চেয়ার অধ্যাপক গোলাম রব্বানী, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, ফিনিক্স স্কুল লন্ডনের প্ৰধান প্রধান স্টুয়ার্ট হ্যারিস ও ডেপুটি হেড ভেরোনিকা আর্মসন, আপাসেন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা।

মতবিনিময় শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিলেট প্রকল্পের উপদেষ্টা ড. মোসাদ্দেক চৌধুরী।

আরও সংবাদ

Close