শীর্ষ খবর

খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে এজলাসে তুমুল হট্টগোল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে নজিরবিহীন হট্টগোলের ঘটনা ঘটেছে। এ অবস্থায় বিচারপতিরা এজলাস কক্ষ ত‌্যাগ করেছেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ ঘটনা ঘটে।

শুনানির শুরুতে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, খালেদা জিয়ার স্বাস্থ‌্য বিষয়ক রিপোর্ট তৈরি হয়নি। আরো কয়েকদিন সময় প্রয়োজন। এর বিরোধীতা করে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপূর্ণ। তার আগে জামিনের ব‌্যবস্থা করুন।’

এ অবস্থায় আপিল বিভাগ মেডিক‌্যাল রিপোর্ট দাখিলের জন‌্য ১১ ডিসেম্বর এবং পরবর্তী শুনানির জন‌্য ১২ ডিসেম্বর ধার্য করেন। তখন আদালতে অবস্থানরত বিএনপিপন্থি আইনজীবীরা এ আদেশ মানি না বলে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরও তাদের বক্তব‌্যের বিরোধীতা করেন। শুরু হয় দু’পক্ষের বাকবিতণ্ডা। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস কক্ষ ত‌্যাগ করেন।

এদিকে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে বলেছেন, সব কিছুর সীমা থাকা উচিত। আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন তা নজিরবিহীন।

আরও সংবাদ

Close