আজকের সিলেট
বাথরুমে ২৯ লাখ টাকার স্বর্ণ ফেলে পালালো চোরাকারবারী
সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে ১২ টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন প্রায় দেড় কেজি। ওই স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।
শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিমানবন্দরের বাথরুম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।
কাস্টমস কর্মকর্তারারা জানিয়েছেন, শনিবার সকালে দুবাইয়ের ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। সিকিউরিটি জোন পার হতে পারবে না ভেবে স্বর্ণের বারগুলো বাথরুমে ফেলে যান চোরাচালানে জড়িত যাত্রীরা।
বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা বিভাগের সুপার আজগর আলী বলেন, প্লেনে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান কোনো যাত্রী। খবর পেয়ে ১২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম হবে। স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।