শীর্ষ খবর

ঢাকার দুই সিটিতে তফসীল রোববার : ভোট ২৬ জানুয়ারি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ভোটের তফসিল আগামী রোববার (২২ ডিসেম্বর) ঘোষণা করা হবে। এ লক্ষ্যে রোববার কমিশন সভা ডেকেছে নির্বাচন কমিশন ইসি। ইসি সূত্র জানায়, ২২ ডিসেম্বর তফসিল দিয়ে দুই সিটিতে ২৬ জানুয়ারি ভোট করতে চাই ইসি। কোন কারণে ঐদিন ভোটের তারিখ না রাখা গেলে ৩০ ডিসেম্বর ভোট হবে। এরপর মার্চে চট্টগ্রাম সিটি ভোট করতে চায় ইসি। ইসি কর্মকর্তারা জানান, ভোট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটিতে ২০১৫ সালের ১৪ মে, দক্ষিণ সিটিতে ওই বছরের ১৭ মে এবং চট্টগ্রাম সিটিতে ৬ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসাবে আগামী ১৩ মে ঢাকার উত্তর, ১৬ মে ঢাকা দক্ষিণ এবং ৫ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে নভেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকার দুই সিটি ভোটের কাউন্টডাউন শুরু হবে।

আরও সংবাদ

Close