শীর্ষ খবর
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সারাবিশ্বে অনেক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। শান্তির ধারাবাহিকতায় দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী।
আজ বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন তিনি।
তিনি বলেন, সারাবিশ্বের মধ্যে ধর্মীয় সম্প্রীতির আদর্শ বাংলাদেশ। এই সম্প্রীতি ধরে রাখতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি অব্যাহত আছে।
নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান গির্জায় দুপুরে কাটা হয় বড়দিনের কেক। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর পত্মী সেলিনা মোমেন, প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা।