শীর্ষ খবর

জাপায় দেবর-ভাবির দ্বন্দ্ব : রওশনের জন্য নতুন পদ ‘চিফ প্যাট্রন’

দেবর-ভাবির দ্বন্দ্ব নিরসনে হিমশিম খাচ্ছে জাতীয় পার্টি। এ দ্বন্দ্ব নিরসনে নতুন পদ সৃষ্টি করেছে দলটি।  জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক পদ দেওয়া হচ্ছে। দলের মহাসচিব জানান, রওশন এরশাদ যত দিন জীবিত থাকবেন তত দিন তিনি ‘চিফ প্যাট্রন’ বা প্রধান পৃষ্ঠপোষক পদে থাকবেন।

বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের দলটিতে নতুন পদের নাম হবে ‘চিফ প্যাট্রন’ (প্রধান পৃষ্ঠপোষক)। আর পার্টি চেয়ারম্যান পদে এরশাদের ছোট ভাই জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরই বহাল থাকছেন।

আজ শুক্রবার জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলের আগের দিন শুক্রবার দলের প্রেসিডিয়ামের বৈঠক শেষে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ‘এবারের মূল পরিবর্তন হচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ ‘চিফ প্যাট্রন’ হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে উনার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা- সবখানেই উনার এই সর্বোচ্চ সম্মানটা থাকবে’। সে ক্ষেত্রে চেয়ারম্যান আর চিফ প্যাট্রন পদের মধ্যে মর্যাদার ভারসাম্য কীভাবে হবে? জবাবে মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘দলের সর্বক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটা মাননীয় চেয়ারম্যান বলেছেন’।

আরও সংবাদ

Close