আজকের সিলেট
জেএসসিতে সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দু’টোই বেড়েছে।
প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেওয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ। ২০১৮ শিক্ষাবর্ষে সিলেটে পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ।
এরমধ্যে ছেলেরা ৬৫ হাজার ৭৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬০ হাজার ৫৩৪ জন। মেয়েরা ৮৭ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮১ হাজার ৯৯৮ জন পাস করেছেন। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ০৩ এবং মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবার প্রাপ্ত জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ২৩৫টি আর ছেলেরা পেয়েছে ১ হাজার ৫৩৮ টি।
সিলেট বোর্ডের জেএসসি পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী
২০১৮ শিক্ষাবর্ষে সিলেটে পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৯৮ জন।
২০১৭ শিক্ষাবর্ষে জেএসসিতে সিলেটে পাসের হার ছিল ৮৯.৪১ শতাংশ।
২০১৬ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৯৩.৩৭ শতাংশ।
২০১৫ শিক্ষাবর্ষে সিলেটে পাসের হার ছিল ৯৩.৫৯ শতাংশ।
২০১৪ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৯১.৫৭ শতাংশ।
২০১৩ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৯১.১৫ শতাংশ।
২০১২ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯০.৪৫ শতাংশ।