আজকের সিলেটমৌলভীবাজার
মৌলভীবাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে কার চাপায় নারীর মৃত্যু

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কদুপুর নামক স্থানে দূর্ঘটনার শিকার হন তিনি।
নিহত শিল্পি দেবনাথ (২৮) ওই এলাকার প্রবাসী হরিপদ দেবনাথের স্ত্রী।
স্থানীয়রা জানান, শিল্পি মৌলভীবাজার শহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে আসার পথে গাড়ি থেকে নেমে একটি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া দ্রুতগতির প্রাইভেট কার তাকে ধাক্কা দেয। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শিল্পিকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে সেখানে তার অবস্থা অবনতি হলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, প্রাইভেটকারটি আটক করা যায়নি। আটকের অভিযান চলছে।





