আজকের সিলেট
শাবি উপাচার্যের বিরুদ্ধে শ্বেতপত্র বিতরণকালে আটক ৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে শ্বেতপত্র বিলি করতে গিয়ে তিন জনকে আটক করো হয়েছে। শ্বেতপত্রে উপাচার্যের বিভিন্ন ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ তোলা হয়েছে।
আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইটোলা গ্রামের মো. কছির উদ্দিন এর ছেলে মো. শামীম আহমদ। মৌলভীবাজার জেলার শাষন গ্রামের বিরেন্দ্র কুমার চক্রবর্তীর ছেলে বিভাষ চক্রবর্তী এবং সুনামগঞ্জ জেলার দিরাই থানার গলিশালা গ্রামের মৃত. দীনেশ দাশের ছেলে প্রান্ত দাশ।
এদের মধ্যে মো. শামীম আহমদকে শ্বেতপত্র বিলি করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ থেকে আটক করা হয়। তিনি কুরিয়ার সার্ভিস এর পরিচয় দিয়ে শ্বেতপত্র বিতরণর করতে গেলে তার কাছে ডেলিভারি ম্যানের কোন পরিচয়পত্র না থাকায় এবং আচার-আচরণে সন্দেহজনক বলে মনে হওয়ায় তাকে আটক করা হয়।
এসময় তার কাছে খামবন্দী আরো পনেরটি দ্বিতীয় কিস্তি লেখা সম্বলিত শ্বেতপত্র পাওয়া যায়। শ্বেতপত্রে উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। যার খামের উপর সেন্টার ফর ডেমোক্রেসি ৩০/২ চৌকিদেখি, সিলেট লিখা ছিলো।