আজকের সিলেটমৌলভীবাজার

শ্রীমঙ্গলে তাপমাত্রা কমছেই

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমছেই। হাড় কাঁপানো শীতের পাশাপাশি বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

গত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এখানে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলে আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় উপজেলায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে প্রচণ্ড শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশী আক্রান্ত হচ্ছেন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থসারথি দত্ত কাননগো বলেন, ‘হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এই তীব্র শীতে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি এফেকটেড। তাই তাদের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। এই সময়ে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দেয়। তাই ঘরের খাবার ছাড়া বাইরের খাবার বা খোলা খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

আরও সংবাদ

Close