শীর্ষ খবর

১ লাখ ৮০ হাজার মাদক মামলা ঝুলে আছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আদালতে মাদকের মামলার সংখ্যা বাড়লেও দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মামলা ঝুলে আছে। মাদক সংক্রান্ত ছোট বড় মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ার এর প্রভাব জেলখানাগুলোতে পড়ছে। সারা দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতা ৪০ হাজার ৬১৩ জনের কিছু বেশি। এ মুহূর্তে কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৮৭ হাজার ৭৯৯ জন। কোনো কোনো সময় বন্দির সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে যায়। এ সব কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সংশোধনীতে পাঠানো হয়েছিল।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

আরও সংবাদ

Close