সারা বাংলা
পাবনায় বজ্রপাতে ৫ জন নিহত
পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- উপজেলার নতুনভারেঙ্গা ইউপির আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামানিকের ছেলে মান্নান প্রামানিক, হবিবর প্রামানিকের ছেলে সালাম প্রামানিক, মনসের শেখের ছেলে আনসার শেখ, চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন ও ভাঙ্গুড়ার নৌবাড়িয়া গ্রামের হারান আলীর ছেলে শামীম আহমেদ।
বোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস তপন জানান, শুক্রবার নাছিমা বাড়ির পাশের মাঠে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে নতুনভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে, নতুনভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, তিন কৃষক বাড়ির পাশের মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, একই দিনে বজ্রপাতে চার জন মারা গেছেন।
ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, দুপুরে শামীম গরুকে ঘাস খাওয়াতে গেলে বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।